মানিক মিয়া অ্যাভিনিউ থেকে: আত্মপ্রকাশ করেছে তারুণনির্ভর নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। এ দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মুহাম্মদ ইসমাইল হোসাইন রাব্বির বোন মিম আক্তার।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠানের মঞ্চে তিনি দলের নাম ও দুই শীর্ষ নেতার নাম ঘোষণা করেন।
স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট রাজধানীর শাহবাগে পুলিশের গুলিতে নিহত হন ইসমাইল হোসেন রাব্বি। তার লাশ ফেলে রাখা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। অনেক খোঁজাখুঁজি করে পরদিন রাব্বির লাশের সন্ধান পান তার বড় দুই বোন মিম ও মিতু। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দিতে অনীহা প্রকাশ করে। পরে আন্দোলনকারীদের সহায়তায় জোর করে ভাইয়ের লাশ ছিনিয়ে নেন তারা। পুলিশ লাশ আটকে দিতে পারে এই ভয়ে ভাইয়ের লাশের ট্রলি কাঁধে নিয়ে দ্রুত পালিয়ে যান মিম ও তার বোন মিতু।
মিমের ঘোষণার পর নতুন দলের আংশিক কমিটি পড়ে শোনান আখতার হোসেন। তিনি জানান, দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ডা. তাসনিম জারা, মনিরা শারমিন ও নাহিদা সরোয়ার নিভা, প্রধান সমন্বয়কারী পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম দায়িত্ব পেয়েছেন।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এফএইচ/এসসি/এইচএ/