ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

রাজনীতি

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ের উদ্বোধন

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ নয় বছর পর সোমবার (৩ মার্চ) মহানগরীর খানজাহান আলী রোডের তারের পুকুরস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী কার্যালয়ের উদ্বোধন করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের একটাই উদ্দেশ্য একটি আদর্শ সমাজ বিনির্মাণ করা। এ কাজের জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপযুক্ত হয়ে গড়ে উঠতে হবে। জামায়াতকে দেশ গড়ার দায়িত্ব দিলে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র উপহার দেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, সেক্রেটারি রাকিব হাসান, মাওলানা শেখ ওয়ালিউল্লাহ, ইকবাল হোসেন, মীম মিরাজ হোসাইন প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলান আ ন ম আব্দুল কুদ্দুস।  দীর্ঘ নয় বছর পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রোষানলে এবং হামলা মামলায় জামায়াত নেতৃবৃন্দ অফিসে নিয়মিত বসতে পারেন নাই। এবং আওয়ামী সরকারের পেটুয়া পুলিশ বাহিনী অফিসটি বন্ধ করে দিয়েছিল ২০১৬ সালের ডিসেম্বরে।  

 

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৫
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।