ঢাকা, সোমবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

হত্যা মামলা: মিঠাপুকুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
হত্যা মামলা: মিঠাপুকুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার রফিকুল ইসলাম তুহিন

রংপুরের মিঠাপুকুরে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলায় রফিকুল ইসলাম তুহিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭) দুপুরে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে এদিন রংপুর মহানগরী এলাকা থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়।

তুহিন মিঠাপুকুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।  

পুলিশ জানায়, চলতি মাসের ৮ মার্চ ১২ বছর পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনসহ আরও অজ্ঞাতনামা ৫০-৭০ জনের নামে মামলা করেন নিহতের বাবা আফতাব উদ্দিন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও তুহিন মিঠাপুকুর থানায় ও রংপুর কোতোয়ালি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি। গত বছরের ৫ আগস্ট পরবর্তী তিনি গ্রেপ্তারের ভয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, মিঠাপুকুর থানায় তুহিনের নামে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলা রয়েছে। তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি যে প্রক্রিয়া তা সম্পন্ন করে তাকে আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।