ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

মিঠামইনে সালিশে হামলায় আ. লীগ কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
মিঠামইনে সালিশে হামলায় আ. লীগ কর্মী নিহত

কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় সালিশকে কেন্দ্র করে হামলার ঘটনায় জজ মিয়া (৬৫) নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।

রোববার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের হেমন্তগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জজ মিয়া উপজেলার হেমন্তগঞ্জ গ্রামের সুলমান মিয়ার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা যায়।  

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তাজুল নামে আওয়ামী লীগের এক সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে ওই ঘটনার জেরে এলাকায় উওেজনা বিরাজ করছিল। ঘটনাটি মীমাংসার জন্য রোববার বিকেল ৫টার দিকে উপজেলার হেমন্তগঞ্জ বাজারে একটি সালিশ বসে।

এ সময় বিএনপির কয়েকজন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সালিশে হামলা চালান। এতে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জজ মিয়া। পরে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় কেওয়ারজোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাশেম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।