ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

এনসিপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এনসিপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকার রুপনগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্র সংসদের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।  

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এনসিপির নেতাকর্মীরা এ দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে এনসিপি মিরপুর বিভাগের সদস্য রানা খান বলেন, গতকাল (সোমবার) রূপনগরে যারা সন্ত্রাসী হামলা করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ছাত্রসমাজ যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিদায় করেছে, সেভাবে বিএনপিকেও বিদায় করা হবে। মিরপুর স্বেচ্ছাসেবক দল নেতা টুটুল ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মামুনকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।  

এসময় আরও বক্তব্য দেন এনসিপি মিরপুর বিভাগের সদস্য মো. মনসুরসহ অকেনে।  

রূপনগর থানা এনসিপি সদস্য মাহি, শামীম ও শরিফুলের ওপর অনাকাঙ্ক্ষিত হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মিরপুর মডেল থানাধীন মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।  

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএমআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।