ঢাকা: রাজধানীতে ভোর থেকেই অলিতে গলিতে সড়কে সড়কে মানুষের ঢল। বিভিন্ন যানবাহনে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিকে ছুটছে জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বেগম খালেদা জিয়া ও দুই পুত্রবধূকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (০৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বেগম খালেদা জিয়ারসহ তার দুই পুত্রবধূকে বরণ করে নিতে নেতৃবৃন্দের পূর্বের নির্দেশনা অনুযায়ী সংগঠনের নেতাকর্মীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সংলগ্ন নির্দিষ্ট স্থানের দিকে যেতে দেখা যাচ্ছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘদিন পরে ঢাকায় ফিরে আসছেন। স্বদেশ প্রত্যাবর্তনযাত্রায় দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে আছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার যুবদলের সাবেক সভাপতি আবুল হাসনাত অনু বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষ করে ঢাকায় ফিরছেন উনাকে অভ্যর্থনা জানাতে সকাল সাড়ে ছয়টার দিকে খিলগাঁও এলাকা থেকে পূর্বের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় অবস্থান করার জন্য রওনা দিয়েছি। আমাদের সঙ্গে আছেন খিলগাঁও থানার নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশাপাশি ওনার দুই পুত্রবধূদের অভ্যর্থনা জানানোর জন্যই আমরা নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়েছি।
এ সময় নেতাকর্মীর হাতে লাল সবুজ জাতীয় পতাকা ও সংগঠনের দলীয় পতাকা দেখা যায়।
এছাড়া রামপুরা ডিআইটি সড়ক, হাতিরঝিল সড়কে বিভিন্ন যানবাহন করে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিয়ে বেগম খালেদা জিয়াকে বরণ করতে রওনা দিতে দেখা যায়।
এদিকে রাজধানীর আজিমপুর, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড, বাসাবো, জিগাতলা ঢাকার বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, তারাও বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সংগঠনের পক্ষ হতে নির্দিষ্ট করে দেওয়া স্পটের উদ্দেশে রওনা দিয়েছেন।
এজেডএস/এমএম