ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আসছে এনসিপির যুব উইং

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৭, মে ১২, ২০২৫
আসছে এনসিপির যুব উইং

জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইং আসছে। আগামী শুক্রবার এই সংগঠনটি আত্মপ্রকাশ করছে।

 

এ উপলক্ষে মঙ্গলবার দুপুর বারোটায় রাজধানীর বাংলামোটরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনসিপি।  

এনসিপির যুগ্ম মুখ্য সমম্বয়ক তারিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নয়া বন্দোবস্তের প্রত্যাশায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি পথ চলা শুরু করেছে, যার মূল দর্শন জাতীয় স্বার্থে নাগরিক ঐক্য। আপনারা জেনে আনন্দিত হবেন যে, এই দর্শনকে ধারণ করেই এনসিপি গঠন করতে যাচ্ছে যুব সংগঠন। নতুন এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে আগামী শুক্রবার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আত্মপ্রকাশ অনুষ্ঠানকে সামনে রেখে আগামীকাল, মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত যুব উইংয়ের কেন্দ্রীয় অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।  

এফএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।