ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আসনে বা কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেত দিচ্ছে-এমন সংবাদ মনগড়া ও ভিত্তিহীন। নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকতে হবে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে দলের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। নির্ধারিত সময়ে দলের প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করে, যোগ্য ও জনস্বীকৃত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
প্রার্থী মনোনয়নের বিষয়ে রিজভী বলেন, দলের পার্লামেন্টারি বোর্ডই প্রার্থী বাছাইয়ের দায়িত্বে থাকে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়।
তফসিল ঘোষণার আগ পর্যন্ত কারও নামে কোনো প্রকার অনুমানভিত্তিক বা গুজব সংবাদে কান না দিয়ে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষা করতে সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
এসআইএস