ঢাকা: সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে (২৮) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বুধবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিটি-ট্রান্সন্যাশনাল ইউনিটের একটি দল রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার লাবণ্য ও তার স্বামী চাকরি দেওয়ার নামে অসংখ্য যুবকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে গত ২৭ নভেম্বর ২০২৪ সালে একটি দৈনিক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বর্তমানে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুর ২টা ২৫ মিনিটে সিটি-সাইবার ইউনিটের একটি দল শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে গ্রেপ্তার করে।
ডিসি তালেব আরও জানান, আমির হামজা গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। সেই মিছিল থেকে ফেসবুকে লাইভ সম্প্রচার করে। গ্রেপ্তারদের দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএমআই/জেএইচ