ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করল বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, অক্টোবর ১৭, ২০২৫
ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করল বিএনপি ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করল বিএনপি

ঢাকা: ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে বিএনপি।  

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সনদে স্বাক্ষর করেন। এছাড়া স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যরা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

যদিও জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির ঐক্যমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর হওয়া বলা হয়েছিল, তবুও এতে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর আগে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছিল, তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করবে না। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, সনদে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষর করেছেন।

এসবিডব্লিউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ