চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আচরণ ভবিষ্যতে যে কোনো স্থানীয় সরকার নির্বাচনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। চট্টগ্রামের প্রার্থীরা আইন ও আচরণবিধির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল বলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, প্রার্থীদের পারস্পরিক এই সহনশীল আচরণ নির্বাচনকালে এবং নির্বাচন-পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে প্রার্থী ও তাদের এজেণ্ট এবং সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘এখনো পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরস্পরের সমালোচনা করার ক্ষেত্রে শালীনতার মাত্রা অতিক্রম করেননি। প্রার্থীদের অধিকাংশই ভদ্রলোক, শিক্ষিত। আশা করি, ভবিষ্যতেও সমালোচনার ক্ষেত্রে তারা শালীনতা বজায় রাখবেন। ’
বিভিন্ন স্থানে প্রার্থীরা ভোটারদের টাকা-পয়সা দিচ্ছেন অভিযোগ তুলে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা নির্বাচনে পেশীশক্তি ও অর্থের প্রভাব কমানোর চেষ্টা করছি। এজন্য বড় আকারের মিটিং, মিছিল নিষিদ্ধ করেছি। ’
তিনি জানান, ভবিষ্যতে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে মিটিং, মিছিল নিষিদ্ধ থাকবে। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পোস্টার ছাপানো নিষিদ্ধ করার চিন্তা-ভাবনা করছে কমিশন। ’
সভায় কমিশনার সাখাওয়াত মেয়রপ্রার্থী, তাদের এজেণ্ট এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তবে প্রতিদ্বন্দ্বী মূল দুই মেয়রপ্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং এম মঞ্জুর আলম কেউই এ সভায় উপস্থিত ছিলেন না। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী এবং সহকারি রিটার্নিং কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫২৭ ঘন্টা, ৮ জুন ২০১০
আরডিজি/এএইচএস/ জেএম