সাভার(ঢাকা): নাশকতার চেষ্টার অভিযোগে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ বিন রানাকে (৩০) আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবারাত ১২টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সাভারের যেকোন স্থানে নাশকতার চেষ্টা করতে পারে ছাত্রদল- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে এনাম মেডিকেল কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার (২৭ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
ছাত্রদল নেতাকে আটক খবর নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২১০৪