ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে ছাত্রদল নেতা আটক

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
সাভারে ছাত্রদল নেতা আটক

সাভার(ঢাকা): নাশকতার চেষ্টার অভিযোগে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ বিন রানাকে (৩০) আটক কর‍া হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবারাত ১২টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আটক ‍রানার বাড়ি সাভারের ব্যাংক কলোনি এলাকায়।

পুলিশ সূত্র জানায়, সাভারের যেকোন স্থানে নাশকতার চেষ্টা করতে পারে ছাত্রদল- গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে এনাম মেডিকেল কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার (২৭ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

ছাত্রদল নেতাকে আটক খবর নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ