গাজীপুর থেকে: হরতাল ডেকে বিএনপি জনসভায় মাঠমুখী না হলেও বসে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠগন ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকরা।
দিনের শুরুতে তাদের দেখা না মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তারা।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে খালেদা জিয়ার জনসভাস্থল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠের অদূরে চান্দনা জাগ্রত চৌরঙ্গী মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগ।
এ সময় তাদের ১৪৪ ধারার কথা স্মরণ করিয়ে দেয় পুলিশ। জবাবে ছাত্রলীগ নেতারা বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে অতন্দ্র প্রহরী হিসেবে আমরা রাজপথে আছি।
সকাল সাড়ে ১১টায় চান্দনা চৌরাস্তায় গিয়ে দেখা যায়, সেখানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপের নেতৃত্বে শতাধিক নেতা-কমী রাস্তার পাশে অবস্থান নিয়েছেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৌহিদুল ইসলাম দ্বীপ। তিনি বলেন, ভাওয়াল কলেজ মাঠে ১৪৪ ধারা বহাল থাকায় আমরা চান্দনা চৌরাস্তায় অবস্থান নিয়েছি। বিএনপির অগণতান্ত্রিক হরতালের প্রতিবাদে ও জনগণের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে রাজপথে আছি, থাকবো।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাওসার শেখ কামাল, খন্দকার ফাহিম, হাফিজুর রহমান শ্যামল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সায়মন সরকার, মঈনুল হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী মো.সাকির, ইমরান হোসেন পলিন প্রমুখ।
এরপর বেলা পৌনে একটায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লাহ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি এডভোটেক মোহম্মদ ওয়াজ উদ্দীন মিয়া, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আরিফসহ ও গাজীপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন চান্দনা চৌরঙ্গী মোড়ে অবস্থান নেন।
এর আগে বেলা পৌনে ১২টায় গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে গাজীপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে একটি হরতাল বিরোধী মিছিল চান্দনা চৌরাস্তায় যায়।
মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজ উদ্দিন মিয়া।
বেলা সোয়া ১২টায় গাজীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ছাত্রলীগ নেতা মো. কাজলের নেতৃত্বে আরেকটি হরতাল বিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তার দিকে যায়।
** গাজীপুরে হরতালের মাঠে নেই কোনো পক্ষই
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪