ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

রাস্তায় নামলেই বিএনপিকে ‘গণধোলাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
রাস্তায় নামলেই বিএনপিকে ‘গণধোলাই’ ছবি: রেহানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, একজন নেতা গ্রেফতার হতেই ডিপফ্রিজে চলে গেছে বিএনপি। আরও দু’একজন গ্রেফতার হলে তাদের আর খুঁজেই পাওয়া যাবে না।

বিএনপির আন্দোলনের ‘স্ট্যামিনা’ নেই। রাস্তায় নামলেই বিএনপিকে ‘গণধোলাই’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী।

শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন কামরুল ইসলাম।

মহান বিজয় দিবস-২০১৪ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার ডাকে নাকি জনগণ রাস্তায় নেমে যাবে। আজকে তাদের প্রথম রিহার্সাল দেখলাম। গাজীপুরে হরতাল ডেকে একজনও রাস্তায় নামেনি। বিএনপির একটা কর্মীকেও দেখা যায়নি মাঠে। গয়েশ্বর গ্রেফতার হয়েছে, ডিপফ্রিজে চলে গেছে বিএনপি। আরও দু’একজনকে গ্রেফতার করলে কোনো নেতা-কর্মীকেও খুঁজে পাওয়া যাবে না।

বিএনপি রাস্তায় নামলেই ‘গণধোলাই’ দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলনের স্ট্যামিনা নেই। তারা আন্দোলন করতে পারবে না। রাস্তায় নামলে গণধোলাই দেওয়া হবে। রাস্তা আমাদের (আওয়ামী লীগ) দখলে থাকবে।
Kamrul_Islam_banglanews24
বিএনপিকে নির্বাসিত, উৎখাত ও বিতাড়িত করতে না পারলে রাজনীতি সুস্থ ধারায় আসবে না বলেও মন্তব্য করেন করেন খাদ্যমন্ত্রী।

এ সময় সাংবাদিকদের কাছে ‘করজোড় নিবেদন’ করে ‘আল্লাহর ওয়াস্তে’ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।

কামরুল বলেন, আপনারা প্রতিবন্ধী নেতার সংবাদ সম্মেলন কাভার না করলে বিএনপি কাগুজে দলে পরিণত হবে। বিএনপি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ‘ধর্ষণ’ করতে উদ্যত হয়েছে। তারা ওদের  (মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা) ইজ্জত লুণ্ঠন করছে।

অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ