রাজশাহী: গাজীপুরে ১৪৪ ধারা জারি করে সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
পরে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে ফের রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।
সমাবেশে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪