ঢাকা: শনিবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক।
বিকেল ৫টায় অনুষ্ঠিতব্য এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৫টার পর অনুষ্ঠিত হবে প্রেস ব্রিফিং। ওই ব্রিফিংয় আজকের বৈঠকের আলোচ্য বিষয় এবং গাজীপুরের সমাবেশ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের দলীয় অবস্থান ব্যক্ত করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪