নোয়াখালী: গাজীপুরে ১৪৪ ধারা জারি করে সমাবেশ করতে না দেওয়া ও দলীয় নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় জেলার শহরের পৌর বাজার চত্বরের এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান প্রধান অতিথি হিসেবে রাখেন।
আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা বিইউএম কামরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর উল্যা রাসেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছের, ছাত্রদল সভাপতি নুরুল আমিন খান, জেলা জাসাস নেতা লিয়াকত আলী খান, সাইফুল ইসলাম রাসেল, নোয়াখালী কলেজ ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪