বগুড়া: রাত পেরুলেই বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন। প্রকাশ্যে প্রচার-প্রচারণার কাজ শেষ।
প্রতীক্ষিত এ নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। সে অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন কার্যক্রম শেষ করতে বদ্ধ পরিকর রিটার্নিং অফিসার।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বাংলানিউজকে জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজন উপ-পরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপ পরিদর্শক (এএসআই) সহ মোট ১০ জন করে সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বা জরুরি আদেশ প্রদানের জন্য দুটি করে কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বাংলানিউজকে জানান, দুপচাঁচিয়া পৌরসভায় ৭ হাজার ৩৮৯ পুরুষ এবং ৭ হাজার ৫২৮ নারীসহ মোট ১৪ হাজার ৯১৭ ভোটার রয়েছেন। নির্বাচনের দিন ৯টি কেন্দ্রে ৪২টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যেই ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
নির্বিঘ্নে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং ভোটকেন্দ্রের বাইরের নাশকতা এড়াতে ৯টি কেন্দ্রের জন্য ৪ টি মোবাইল টিম সশস্ত্র ভাবে দায়িত্ব পালন করবেন। প্রত্যেকটি টিমে একজন ম্যাজিষ্ট্রেট ছাড়াও একজন ইন্সপেক্টরের (পরিদর্শক) নেতৃত্বে ৬ জন আর্মড ব্যাটালিয়ন পুলিশ এবং ৬জন জেলা পুলিশ সদস্য সশস্ত্র ভাবে সার্বক্ষণিক পৌরসভা এলাকা পরিদর্শন করবেন।
রিটার্নিং অফিসার ও জেলার সিনিয়র নির্বাচন অফিসার ইউনুছ আলী বাংলানিউজকে জানান, ৯টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়েছে। তবে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা এবং ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরাসহ পৌরসভা নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে অনিয়ম করে পার পাওয়ার কোনো রকম সুযোগ থাকবেনা। তাছাড়া নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব নুরুল হক তালুকদার (চশমা), বর্তমান মেয়র বিএনপির বহিস্কৃত নেতা জাহাঙ্গীর আলম (মাইক), বিএনপি নেতা সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র বেলাল হোসেন (তালা), যুবদল নেতা আফছার আলী (আনারস), জাতীয় পার্টি সমর্থিত মাহবুবুর রহমান সোহেলসহ (কাপ-পিরিচ) ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সংরক্ষিত ৩ নারী আসনের বিপরীতে ৯ জন এবং ৯ সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪