বরিশাল: গাজীপুরে খালেদা জিয়ার জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে বরিশাল বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শনিবার দুপুর ১টার দিকে নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
এর আগে বিএনপির বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক পমহানগর যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শিকদার প্রমুখ।
পরে দলীয় কার্যালয় থেকে মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মিছিল নিয়ে নগরীতে প্রবেশের চেষ্টাকালে অশ্বিনী কুমার টাউন হলের গেটে আটকে দেয় পুলিশ।
পুলিশ বিএনপির বিক্ষোভ মিছিল প্রতিরোধের লক্ষে নগরীর গির্জা মহল্লা, কাটপট্টি, ফকিরবাড়ি, কালিবাড়ি সড়কের মুখে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করে হালকা যানবাহন ও রিকশা চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪