গাজীপুর থেকে: বিএনপি আহুত গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল মোকোবেলার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজের খালি মাঠে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এদিকে গ্রেফতারের আতঙ্কে শহরের বাইরে বিচ্ছিন্নভাবে পিকেটিং করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, বেলা সোয়া ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরের হোতাপাড়া এলাকায় বিমান বাহিনীর বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ জোনের বিপরীতে মহাসড়কে স্থানীয় ছাত্রদল বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। গাজীপুর জেলা ছাত্রদল নেতা আতাউর মোল্লার নেতৃত্বে গাড়ি ভাংচূরের পর রাস্তায় কাঠ খঁড় দিয়ে আগুন দেওয়া হয়।
বেলা দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় গাজীপুর সদর থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খায়রুল ইসলামের নেতৃত্বে হরতালের পক্ষে মিছিল বের হয়। কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়ে যায়।
এছাড়া ঢাকা-গাজীপুর সড়কের বড়বাড়ি এলাকায় হরতালকারীরা চোরাগুপ্ত হামলা করে একটি সিএনজির গ্লাস ভাংচুর করে। কালিগঞ্জ উপজেলার সোমবাজারে বিএনপির সাবেক এমপি ফজলুল হক মিলনের গ্রামের বাড়ির এলাকায় স্থানীয় ছাত্রদল হরতালের পক্ষে একটি মিছিল করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতালে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েনকৃত ৪ প্লাটুন বিজিবি (৯৪জন) সকাল থেকে শহরে টহল দিচ্ছে। গাজীপুরের মূল শহরে কোনো সমস্যা না থাকায় বিজিবি প্রত্যন্ত অঞ্চলে টহল শুরু করেছে।
বিজিবির টহলে থাকা জয়দেবপুর থানার উপ-পরিদশক (এসআই) কামরুল হাসান বাংলানিউজকে বলেছেন, বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। কোথাও কোনো সমস্যা নেই।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪