গাইবান্ধা: গাইবান্ধায় ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে লাঠিপেটার প্রতিবাদে রোববার আধাবেলা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
মিছিলটি শহর প্রদক্ষিণকালে সার্কুলার রোডে পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা করে।
এসময় পুলিশের মারপিটে জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু, দপ্তর সম্পাদক আব্দুল কাফি মণ্ডল, শহর বিএনপির কোষাধ্যক্ষ বিপুল কুমার দাস ও মাধবী রাণীসহ অনেক নেতাকর্মীরা আহত হন।
পরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে জেলা ২০ দলীয় জোটের আহ্বায়ক আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সহ-সভাপতি মাহমুদুন্নবী টিটুল, কামরুল হাসান সেলিম, মমতাজুল ইসলাম খামারী, আব্দুল কাফি মণ্ডল, তাহেরুল ইসলাম রঞ্জু, শাকিল ইসলাম পাপুল, ডা. আব্দুল হামিদ, আলমগীর সাদুল্যা দুদু, ইলিয়াছ হোসেন, অ্যাডভোকেট হানিফ বেলাল, মোশাররফ হোসেন বাবু, কাজী আমিরুল ইসলাম ফকু, শফিকুল ইসলাম রুবেল, আব্দুর রাজ্জাক ভুট্টু, হাসেন আলী, মকসুদ মিয়া, বিপুল কুমার দাস, খান মো. কাওসার ওয়াহিদ সুজন, শামিউল ইসলাম শামিম, জহুরুল ইসলাম ও আব্দুস সালাম প্রমুখ।
সমাবেশ থেকে নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে রোববার গাইবান্ধা শহরে রোববার অর্ধদিবস হরতালের ঘোষণা দেওয়া হয়।
গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান হরতাল ডাকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪