যশোর: যশোরে সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
আটক নেতারা হলেন- যশোর নগর বিএনপির সহ সভাপতি ও শহরের পূর্ব বারান্দীপাড়ার আলী আজগর (৫৩), নগর বিএনপির যুগ্ম সম্পাদক একই এলাকার জাবেদ হোসেন (৫৭) ও যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির ছয় নম্বর ওয়ার্ডের সহ সম্পাদক ও মুনসেফপুর গ্রামের আবু সাইদ (৩৫)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে আটক নেতাদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪