ঢাকা: ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানসহ দলীয় নেতা-কর্মীদের নামে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
শনিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিবৃতিতে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান অবৈধ সরকারের কাছ থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য ছাত্রদল যখন বলিষ্ঠ ভূমিকা রাখছে, সরকার তখন ভীত সন্ত্রস্ত হয়ে ছাত্রদল নেতৃবৃন্দের নামে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিচ্ছে।
তারা বলেন, অথচ ছাত্রলীগ যখন তাদের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে পুরো দেশে এক ভীতকর পরিবেশ সৃষ্টি করছে তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ভূমিকা পালন করছে। অবস্থা দেখে মনে হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপে তাদের সায় আছে।
তারা আরো বলেন, বেপরোয়া ছাত্রলীগ ক্যাডারদের সামলাতে প্রয়োজনে তাদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তির ব্যাবস্থা করতে হবে। অন্যথায় ছাত্রলীগের অপকর্মের দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে এবং ছাত্রলীগ ক্যাডারদের নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে তাদের সঙ্গে বাস্তবিক অর্থেই সব সম্পর্ক ছিন্ন করতে আওয়ামী লীগকে পরামর্শ দেন।
বিবৃতিতে নেতারা আরো বলেন, অবিলম্বে ছাত্রদল নেতৃবৃন্দসহ অন্যান্য সব নেতৃবৃন্দের নামে মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে।
অন্যথায় দেশ ও গণতন্ত্র রক্ষায় তীব্র আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তারা।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪