সিলেট: সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাচনে ভাঙচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় জয়বাংলা স্লোগান দিয়ে তাণ্ডব শুরু করে তারা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাচন চলাকালে সকাল থেকে বহিরাগত লোকজনের আনাগোনা শুরু হয়। এনিয়ে নির্বাচন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।
এক পর্যায়ে বিকেল ৩টার দিকে জয়বাংলা স্লোগান দিয়ে ২০/২৫ জন তরুণ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভোট কেন্দ্রে প্রবেশ করে ভাঙচুর চালায় তারা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুইটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা।
এ সময় জামায়াত সমর্থিত মাসুদ-মানিক প্যানেলের এজেন্ট স্টল থেকে দুইটি রামদা উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারীরা জামায়াতপন্থী মাসুদ-মানিক প্যানেলের সমর্থক। এই প্যানেলের এজেন্ট হয়ে জামায়াত-শিবিরকর্মীরা হামলা চালায়।
মুসলিম সাহিত্য সংসদের ভোটার ও জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ বাংলানিউজকে বলেন, সকাল থেকে বহিরাগতদের আনাগোনা ছিল। দুপুরে কেন্দ্রে গিয়ে আমিও ভোট দিতে পারিনি।
সিলেট কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, হামলাকারীরা দুইটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়।
এসময় মাসুদ-মানিক প্যানেলের একটি স্টল থেকে দুইটি রাম দা ও তিনটি ককটেল বিস্ফোরণ উদ্ধার করা হয় বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪