ঢাকা: সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই গাজীপুরে জনসভা করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।
শনিবার ( ২৭ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুসলিম লীগের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ জমির আলীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ও আলহাজ মোহাম্মদ জমির আলী স্মৃতি কমিটি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল মান্নান বলেন, গাজীপুরে বিএনপি জনসভা করতে পারেনি। এটা তার (খালেদা জিয়ার) পরাজয় নয়, বরং তার জয়। কেননা, সরকার তাকে (খালেদা জিয়া) ভয় পায় বলেই সেখানে জনসভা করতে দেয়নি।
দেশের গণতন্ত্র নস্যাৎ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ১৪ দলীয় জোট ৫ জানুয়ারি যে নির্বাচন করেছে তা জাতির জন্য লজ্জাকর। কেননা, সেই নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিলো না। ওই নির্বাচনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক ক্ষতি হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
বিকল্পধারার এই সিনিয়র নেতা বলেন, গণতান্ত্রিক পন্থা ভেঙ্গে গেলে স্বাধীনতা ভোগ করা যায় না, দেশের অর্থনৈতিক মুক্তি আসে না। তাই দেশে সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে গণতান্ত্রিক আচরণ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর শাখার সভাপতি এটিএম হেমায়েত উদ্দিন।
সংগঠনের সভাপতি অ্যডভোকেট নুরুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন, মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, মরহুম জমির আলীর মেজ ছেলে মোহাম্মদ আকতার জমির রাসেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪