ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে না গিয়ে বিএনপি বেঈমানি করেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
নির্বাচনে না গিয়ে বিএনপি বেঈমানি করেছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিলেট: ৫ জানুয়ারি নির্বাচন হলে দেশে গণতন্ত্র থাকতো না, বরং সামরিক শাসন জারি হতো। নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে বেঈমানি করেছে।



এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে বিএনপি নির্বাচনে অংশ নেয় নি। তাই বেঈমানদের রাজপথে নামতে দেওয়া হবে না। আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষার্থে আগামী ৫ জানুয়ারি মাঠে থাকবে।

নাসিম বলেন, খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করবেন। দেশের সম্পদ সীমিত, এরপরও শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করে দেশের সব শ্রেণীর জনগণের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন একটি মহল বারবার নষ্ট করে দিয়েছে। তবে বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী।

ডা. আজিজুর রহমান নোমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এহতাসামুল হক চৌধুরী দুলাল, ওসামানী হাসপাতালে পরিচালক বি. জেনারেল ডা. ছবুর মিয়া, ডা. তানিম আহমদ, ডা. এন কে সিনহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ