ঢাকা: সারাদেশে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শেষে ব্রিফিং করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদ, দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের আটক ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
অ্যাম্বুলেন্স, মিডিয়ার গাড়ি ছাড়াও জরুরি সেবাসমুহের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।
বাংলাদেশে সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
** শনিবার বিকেলে ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক