ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে বিএনপির মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
রংপুরে বিএনপির মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল-সমাবেশ করেছে রংপুর মহানগর ও জেলা বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্য়ালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।



সমাবেশে বক্তারা বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকার বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ বানচাল করতে ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করছে। এমনকি মিছিলেও বাধা দিচ্ছে, বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করছে। তাদের এই অগণতান্ত্রিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া য়ায় না।

আওয়ামী লীগের উদ্দেশ্যে বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা তুলে দিন, তা না হলে পালাবার পথ খুঁজে পাবেন না।

বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ ও জেলা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। সোহেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে রংপুরকে অচল করে দেওয়ার হুমকি দেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শামসুর জামান সামু, জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা আনিছুর জামান লাকু, নাজমুল ইসলাম নাজু, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ