ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

ষড়যন্ত্র প্রতিরোধে রাজপথে থাকবে মুন্সীগঞ্জ আ’লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
ষড়যন্ত্র প্রতিরোধে রাজপথে থাকবে মুন্সীগঞ্জ আ’লীগ

মুন্সীগঞ্জ: বিএনপি-জামায়াতের সরকারবিরোধী ষড়যন্ত্র প্রতিহতে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নেবে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ।

শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।



মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিনের মধ্য কোটগাওঁ এলাকার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান, সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, প্রচার সম্পাদক কামালউদ্দিন আহমেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফসারউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক সামছুল কবির, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালুকদার, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ফয়সাল আহমেদ বিপ্লব, ইউপি চেয়ারম্যান রিপন হোসেন সহ জেলা কমিটির সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ