ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ছাত্র-যুবদলের ৫ কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
ময়মনসিংহে ছাত্র-যুবদলের ৫ কর্মী আটক ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতভর শহরের নতুন বাজার, বাগান বাড়িসহ বিভিন্ন এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।



রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম স্থানীয় সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। শুক্রবারের ( ২৬ ডিসেম্বর) বিএনপির মিছিল থেকে বোমা ফাটিয়ে শহরে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগেই তাদের আটক করা হয়েছে।

রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ