ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা সোমবারের (২৯ ডিসেম্বর) হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে খিলগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিবির।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় শিবির নেতা রেজাউল হক রিয়াজ বলেন, সরকার পরিকল্পিতভাবে গাজীপুরে ১৪৪ ধারা জারি করেছে। কিন্তু, কালাকানুন জারি করে এ সরকারের শেষ রক্ষা হবে না।
জনগণ দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রেজাউল হক।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী ছাত্রশিবির পূর্ব শাখার সভাপতি রেজাউল হক রিয়াজ। মিছিলে উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪