ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
সাতক্ষীরায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা তারেক রহমান / ফাইল ফটো

সাতক্ষীরা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন।



মামলাটি দণ্ডবিধির ৫০০ ও ১২৪ (ক) ধারায় দাখিল করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের অ্যাট্রিয়ামে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ