গাজীপুর: বিকাশে টাকা পাঠাতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে কোনাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের পিয়ন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
রোববার(২৮ডিসেম্বর)বেলা ১২টায় গাজীপুর জেলার কোনাবাড়ি শিল্পাঞ্চলের কোনাবাড়ি-কাশিমপুর রোডের মোড়ে ব্র্যাক ব্যাংকের নিচে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কোনাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের পিয়ন রোমান মিয়া দলীয় অফিস থেকে এক লাখ টাকা নিয়ে বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য ব্র্যাক ব্যাংকের নিচে স্থানীয় বিকাশ এজেন্টের কাছে যায়। যাওয়ার সময় কয়েক দুর্বৃত্ত গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তদের গুলিতে রোমান ঘটনাস্থলে নিহত ও অপর একজন আহত হয়।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কমকতা(ডিআইওওয়ান)মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮,২০১৪