ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় ঢিলেঢালা হরতাল পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
গাইবান্ধায় ঢিলেঢালা হরতাল পালিত

গাইবান্ধা: গাইবান্ধা জেলা শহরে ২০ দলীয় জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জেলা বিএনপির ডাকা আধাবেলা হরতাল ঢিলেঢালাভাবে শেষ হয়েছে।

রোবাবর (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জোটের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিলেও শহরের কোথাও তাদের পিকেটিং করতে দেখা যায়নি।

শহরের সড়কগুলোতে অন্য দিনের মতো রিকশা ও অটোবাইক চললেও ভারী যানবাহন কম চলাচল করতে দেখা গেছে।

এছাড়া শহরের অধিকাংশ দোকান-পাট ও মার্কেটগুলো বন্ধ ছিল। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বাংলানিউজকে জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন ছিলো।  

শনিবার সকালে শহরের সার্কুলার রোডে ২০ দলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এর প্রতিবাদে বিকেলে জেলা বিএনপি কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশ থেকে রোববার আধাবেলা হরতাল ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ