ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

আলালকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
আলালকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে ৫৪ ধারায় আটক দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে জানিয়েছেন মোহাম্মদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

রোববার দুপুরের পর আলালকে আদালতে পাঠানো হবে বলে বাংলানিউজকে জানান তিনি।



মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমানে মোহাম্মদপুর থানায় আটক আছেন।

এদিকে, ডিএমপি সূত্রে জানা গেছে, গত বুধবার বকশীবাজারে গাড়ি পোড়ানো মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লালমাটিয়ার বাসা থেকে আলালকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়।

পরে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল সাহা জানান, নাশকতার আশঙ্কায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপরদিকে, আলালের ছোট ছেলে আরাফাত আবদুল্লা বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে হঠা‍ৎ করে পোশাকধারী ও গোয়েন্দা পুলিশ বাসায় আসে। ঘরের দরজা খুলে দিলে তারা ভেতরে প্রবেশ করে। এরপর ঘর তল্লাশি করে বাবাকে নিয়ে যায়।

আপনারা কেন তাকে (আলাল) নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের এমন প্রশ্নের উত্তরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ওপরের নির্দেশ আছে।

ছেলে আরাফাত আবদুল্লা আরো বলেন, এ সময় বাড়ির নিচে পুলিশের ৪/৫টি গাড়ি দেখতে পাই।

আলালের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলোতে তিনি জামিনে আছেন বলেও উল্লেখ করেন তার ছেলে আবদুল্লা।

সোমবারের হরতালকে কেন্দ্র করে আলালকে আটক করা হয়েছে বলে মন্তব্য করেন যুবদলের নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন মামুন।

** যুবদল সভাপতি আলাল আটক


বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ