ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

‘প্রত্যেকটি খুন-গুমের জবাব দিতে হবে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
‘প্রত্যেকটি খুন-গুমের জবাব দিতে হবে’ ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈতিক প্রতিহিংসা থেকে যেভাবে নিরপরাধ লোকদের খুন-গুম করা হচ্ছে তার প্রত্যেকটির জন্য প্রধানমন্ত্রীসহ তার সরকারের কর্তাব্যক্তিদের জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সিঙ্গাপুর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ‘খুন-গুম-অপহরণ-মিথ্যা মামলা ও ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের প্রতিবাদে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।



সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, কেবল রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সরকার নিরপরাধ লোকদের ধরে নিয়ে খুন-গুম করছে। এভাবে খুন-গুমের প্রত্যেকটির হিসাব প্রধানমন্ত্রী ও তার সরকারের কর্তাব্যক্তিদের একদিন দিতে হবে।

তিনি বলেন, তারা আসলে গণতন্ত্রেই বিশ্বাস করে না। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা মামলা দেয়, হয়রানি করে। তাদের আচরণ স্বৈরাচারকেও হার মানিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী ও তার সরকারের মন্ত্রীরা যেভাবে দম্ভোক্তি করেন, শুনলে মনে হয় যেন তারা এদেশের রাজা, অন্যরা সব প্রজা। তারা যা করবেন তা জায়েয, অন্যরা যা করবে তা না জায়েয।

ফখরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সরকার কেবল গণতন্ত্রই হত্যা করেনি। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানবতাকেও ধ্বংস করেছ।

সরকার জনগণের হাত থেকে রক্ষা পাবে না হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, গুম ও খুনি সরকারের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে এবং খুব শিগগির তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।

আন্দোলন চলাকালে খুন-গুমের শিকার হওয়া বিএনপির ২০ নেতাকর্মীর প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় সভায়।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ