মাদারীপুর: বড় ধরণের নাশকতার আশঙ্কায় মাদারীপুর জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক আবু মুন্সীসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) ভোরে শহরের চরমুগরিয়া নিজ বাসা থেকে জেলা বিএনপির সভাপতিকে আটক করা হয়।
এই ঘটনায় জেলা বিএনপির নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মিঞা বাংলানিউজকে জানান, ২০ দলীয় জোটের ডাকা সোমবারের দিনব্যাপী হরতালে বড় ধরণের নাশকতার আশঙ্কায় বিএনপি সভাপতিকে আটক করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়েছে।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান বলেন, কোনো কারণ ছাড়াই সভাপতি আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪ সম্পাদনা: