ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের ডাকা ২৯ ডিসেম্বরের সাংবাদিক মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
রোববার দুপুরে বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থগিতের কারণ জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, বিএনপির ডাকা হরতালের কারণে মূলত আমাদের এ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সাংবাদিক মহাসমাবেশের পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে বলে জানান তিনি।
এ সাংবাদিক সংগঠন দুটির নেতাকর্মীরা জানান, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর ‘বন্ধ মিডিয়া খুলে দেওয়ার দাবি’-তে বিএফইউজে-ডিইউজের আয়োজিত সমাবেশে এবং জাতীয় প্রেসক্লাবে একটি চিহ্নিত মহল হামলা চালায়। এতে নেতৃবৃন্দসহ অর্ধশত সাংবাদিক আহত হন এবং জাতীয় প্রেসক্লাবের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।
বিএফইউজে-ডিইউজে ওই হামলাকে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের প্রতি হামলা হিসেবে উল্লেখ করে। তারা ২৯ ডিসেম্বরের হামলাকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করে তাদের ‘মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের শত্রু’ হিসেবে দাবি করেন।
ওই হামলা দিবসেই সাংবাদিক মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই দিন বিএনপি হরতাল ডাকায় সাংবাদিক মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪