ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে তারেকের বিরুদ্ধে তৃতীয় মামলায় গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
ময়মনসিংহে তারেকের বিরুদ্ধে তৃতীয় মামলায় গ্রেফতারি পরোয়ানা তারেক রহমান

ময়মনসিংহ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের সভাপতি মোর্শেদুজ্জামান খান বাবু।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ১নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে তিনি এ মামলাটি দায়ের করেন।

বিচারক আল আমিন মামলাটি আমলে নিয়ে তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

এ নিয়ে তারেকের বিরুদ্ধে ময়মনসিংহে মামলার সংখ্যা দাঁড়ালো তিনটিতে।

এর আগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব ও ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক আল রাজী শাওন বাদী হয়ে অন্য দু’টি মামলা দায়ের করেন। ওই দু’টি মামলায়ও তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, দণ্ডবিধি আইনের ৫০০ ও ৫০১ ধারায় বাদী এ মানহানি মামলাটি দায়ের করেছেন। পরে আদালত তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ