ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ২টি ট্রাকের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
সিরাজগঞ্জে ২টি ট্রাকের সংঘর্ষে নিহত ১ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়িতে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত চালক মাসুদ রানার (৪৫) বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকায়।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।