ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
সিলেটে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে জেলায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিলেট ছাত্রদলের বিদ্রোহী গ্রুপ।
 
দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখা এবং জাতীয় ও স্থানীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল ডেকেছে দলটি।



সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি প্রত্যাখ্যানকারী বিদ্রোহী নেতারা মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এ হরতাল আহ্বান করেন।

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্নার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এছাড়া হরতালের আহ্বানে বিবৃতি দিয়েছেন ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী,সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাকিল মুরশেদ,মহানগর ছাত্রদলের সাবেক সমাজসেবা সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল নেতা অর্জুন ঘোষ, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।