ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় গ্রেফতার ৩৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
খুলনায় গ্রেফতার ৩৮

খুলনা: সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল পর্যন্ত নগরীর আট থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

এর মধ্যে ৩২ জন নিয়মিত মামলার আসামি।

এছাড়া জামায়াত-বিএনপি নেতাকর্মী সন্দেহে আটক করা হয়েছে ৬ জনকে।

বিএনপি-জামায়াতের আটকরা হলেন, দৌলতপুর থানা যুবদলের ভাইস প্রেসিডেন্ট জামাল (৩৩) ও রিপন(৩২), ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল (৩৩), খানজাহান আলী থানা বিএনপির সদস্য মোস্তাকিম (২৭), ২৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক রুস্তুম আলী (৩৮) ও খালিশপুর থানা বিএনপির সদস্য মোস্তফা (৩৫)।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।