ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবারও খাবার নিয়ে খালেদার কাছে মহিলা দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
মঙ্গলবারও খাবার নিয়ে খালেদার কাছে মহিলা দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: শুকনো খাবার নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গেছেন জাতীয়তাবাদী মহিলা দলের ৬ সদস্য।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় মহিলা দলের সিনিয়র সহসভাপতি রাবেয়া সিরাজের নেতৃত্বে তারা সেখানে যান।

 

গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়া ‘অবরুদ্ধ’ হওয়ার পর থেকে তার বেয়াই প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের বাসা থেকেই মূলত খাবার আসে নিয়মিত।

তবে মহিলা দলের কোন না কোন প্রতিনিধি দল প্রতিদিনই হালকা খাবার নিয়ে তার সঙ্গে দেখা করেন। বেরিয়ে যাওয়ার পথে খালেদা জিয়ার বার্তা সাংবাদিকদের কাছে পৌছে দেন তারা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলওবারও একটি দল গেছে চেয়ারপারসনের কার্যালয়ে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।