ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশালে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বরিশালে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বিএনপির অনির্দিষ্টকালের অবরোধে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বরিশালে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে শিবির কর্মীরা।

সকালে বরিশাল নগরীর কাউনিয়া টেক্সটাইল মিলস্ এর পেছনের সড়কে শিবির কর্মীরা গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এসময় তারা দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে শিবির কর্মীরা পালিয়ে যায়। এসময় একজনকে আটক করে পুলিশ। পড়ে পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে ফেলে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এছাড়া নগরীর কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।