ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে অটোরিকশায় আগুন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
চাঁদপুরে অটোরিকশায় আগুন ফাইল ফটো

চাঁদপুর: চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালক আকবর হোসেন বাংলানিউজকে বলেন, হাজীগঞ্জ থেকে যাত্রী নিয়ে চাঁদপুর শহরে আসি। যাত্রী নামিয়ে ফেরার পথে কয়েকজন যুবক অটোরিকশার গতিরোধ করে আমাকে নামিয়ে আগুন ধরিয়ে দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়েন্ত্রণে আনে।
চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।