ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
ময়মনসিংহকে বিভাগ করার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ রওশন এরশাদ

ঢাকা: ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দফতর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ ধন্যবাদ প্রকাশ করেন তিনি।


 
রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে উন্নয়নের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী প্রাচীনতম ময়মনসিংহ শহরকে বিভাগ ঘোষণা করার মতো এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এ জন্য ময়মনসিংহের মানুষ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতাভরে আজীবন স্মরণ করবে। এ সময় তিনি মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দকেও ধন্যবাদ জানিয়েছেন।
 
বিরোধীদলীয় নেতা আরও বলেন, প্রশাসনের এ বিকেন্দ্রীকরণের ফলে প্রায় দুই কোটি মানুষের দীর্ঘ দিনের আশার প্রতিফলন ঘটবে। একই সঙ্গে এ বৃহৎ জনগোষ্ঠী সুফল ভোগ করার সুযোগ পাবে। বর্তমান সরকারের এ ধরনের উন্নয়নমূলক পদক্ষেপে ভবিষ্যতে মধ্যআয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।
 
প্রথমবারের মতো সংসদে বিরোধীদলীয় নেতার কোনো দাবির প্রতি সম্মান দেখিয়ে অনন্য নজির সৃষ্টি করলো সংসদ নেতা। দশম জাতীয় সংসদের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার সংসদে প্রতিটি বক্তব্যতেই ময়মনসিংহকে আলাদা বিভাগ ঘোষণা করার দাবি করেন। এর প্রেক্ষিতে সোমবার (১২ জানুয়ারি) সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে ময়মনসিংহকে আলাদা বিভাগ ঘোষণা দেন।
 
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।