ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ আটক ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
লক্ষ্মীপুরে বিএনপি নেতাসহ আটক ২৩

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আকবর, কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত জেলার রামগতি, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবদল নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনে দিন ভোটকেন্দ্রে হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনাসহ চারটি মামলা রয়েছে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) মো. নাসিম মিয়া বলেন, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।