ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
গাইবান্ধায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তারেক রহমান / ছবি: ফাইল ফটো

গাইবান্ধা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‍মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাসকিনুল হক গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।



এর আগে গত ২৮ ডিসেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান সিজু বাদী হয়ে একই আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক ও আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।