ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নাসিমের মঞ্চের পেছনে ৪ ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
নাসিমের মঞ্চের পেছনে ৪ ককটেল বিস্ফোরণ স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম

ঢাকা: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এসময় মেডিকেল কলেজের ভেতরে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমও উপস্থিত ছিলেন।

তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার আহাদুজ্জমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধানী নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সলিমুল্লাহ শাখার পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ  সেলিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. মিল্লাতসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর পরপরই মঞ্চের পেছনে চারটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে কেউ হতাহত হননি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর পুরো এলাকা জুড়ে তল্লাশি শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

** পাড়া-মহল্লায় ‘সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ করবে ১৪ দল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।