ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সুপ্রিম কোর্টের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
সুপ্রিম কোর্টের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুপ্রিম কোর্টের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ দেখানো হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
 
সম্প্রতি উচ্চ আদালতে বোমা পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (১২ জানুয়ারি) এ মন্তব্য করেন তিনি।


 
খন্দকার মাহবুব হোসেন বলেন, আদালতের নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নিতে আমরা অ্যাটর্নি জেনারেল, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চিঠি দিয়েছি। আইনজীবী সমিতির সদস্য, সিনিয়র আইনজীবীদের সঙ্গে ‍যুক্ত শিক্ষানবিশ ও নিবন্ধিত অ্যাডভোকেট ক্লার্ক ছাড়া কেউ যাতে আদালতে প্রবেশ করতে না পারেন সে ব্যবস্থা নিতে বলেছি।
 
কোর্টের নিরাপত্তা ইস্যুতে রেজিস্ট্রার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক এবং অ্যাটর্নি জেনারেলকে নিয়ে বিশেষ সভা করা হবে বলেও জানান খন্দকার মাহবুব।
 
তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেল এটাকে অবরোধকারী ও জঙ্গিদের ওপর চাপাতে চেয়েছেন। আমি যদি বলি, বিএনপি নেতাদের বাড়িতে বোমা হামলাকারীরা এটা করেছেন, তাহলে কি হবে?
 
এটা নিয়ে রাজনীতি না করে সবাইকে একত্রে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন খন্দকার মাহবুব হোসেন।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্ট জাতীয় ঐতিহ্যের প্রতীক। এটা স্পর্শকাতর এলাকা। এখানে আমরা আইনজীবীরা যারা কাজ করি, জীবন-জীবিকা ও আমাদের প্রাণ এই সুপ্রিম কোর্ট। এখানে গত পরশু দু’টি এজলাসে বোম সদৃশ বস্তু পাওয়া গেছে। এটা খুবই কষ্টদায়ক ও দুঃখের। এটা সুপ্রিম কোর্টের মর্যাদা ও ঐতিহ্যকে ক্ষুন্ন করার ষড়যন্ত্র।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।